৫ মাদক কারবারি গ্রেফতার

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-09 at 6.41.49 PM

নিজস্ব প্রতিনিধি, মালদা: পুরাতন মালদায় বড় সাফল্য পুলিশের। প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগারসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ নম্বর জাতীয় সড়কে কালুয়াদিঘির কাছে পেট্রোলিং চলাকালীন পুলিশ একটি ধাবার সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি ছোট চারচাকার গাড়ি দেখতে পায়। গাড়িতে থাকা ৩ জনকে জিজ্ঞাসাবাদে তাদের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ গাড়ি ও তাদের শরীর তল্লাশি করে। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লক্ষ টাকা।

৩ জনকে গাড়িসহ মালদা থানায় নিয়ে যাওয়া হয়। জেরায় তারা জানায়, কালিয়াচক থেকে মাদক সংগ্রহ করে বিহারের মধেপুরা গ্রামে পাচার করতে যাচ্ছিল। তাদের বয়ানের ভিত্তিতে মালদা থানার পুলিশ কালিয়াচকে অভিযান চালিয়ে আরও ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। শেষ পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনায় বৃহত্তর মাদক চক্রের সংযোগ রয়েছে। ধৃতদের বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ জেলা আদালতে পেশ করা হয়েছে, এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।

diguad

Arrest