আমেরিকার আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি, ৫ দুষ্কৃতী পুলিশের জালে

ডাকাতির চেষ্টা বানচাল।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-20 at 3.43.47 PM

নিজস্ব প্রতিনিধি, ঘুঁটিয়ারি শরীফ: রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল ঘুঁটিয়ারি শরীফ হাসপাতাল লাগোয়া এলাকায়। সেই খবর পেয়ে ঘুঁটিয়ারি শরীফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় ঘটনাস্থলে। পুলিশের দাবি, ১৮ থেকে ২০ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল। উদ্দেশ্য ছিল এলাকায় ডাকাতি করার। পুলিশকে দেখে বেশিরভাগ দুষ্কৃতী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়। তবে পুলিশ হাতেনাতে ৫ জনকে ধরে ফেলে। ধৃতদের মঙ্গলবার আলিপুর জেলা আদালতে পাঠানো হলে বিচারক তাদেরকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 

পুলিশ জানিয়েছে ,এই ঘটনায় তারা হাবিব লস্কর, সোহেল মোল্লা, আকবর মোল্লা, শহিদ শেখ এবং আরমান আলম নামক ৫ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বাড়ি জীবনতলা থানার মাকালতলা এলাকায়। ধৃতদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি ওই আগ্নেয়াস্ত্র আমেরিকায় তৈরি। এছাড়া লোহার রড, ভোজালি চপার এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, ডাকাতির চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

WhatsApp Image 2025-08-20 at 3.55.40 PM