New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতাঃ খেজুরি (Khejuri)-তে বোমাবাজির ঘটনায় এবার ৫ বিজেপি (BJP) কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল একদিকে যখন ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচন চলছিল ঠিক তখনই স্থায়ী সমিতির নির্বাচন ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পরে খেজুরিতে। বোমাবাজির অভিযোগ ওঠে। হামলা হয় বিডিওর গাড়িতে। এমনকী, বিডিও অফিসের ভিতর সাংসদ শিশির অধিকারী বসে থাকাকালীন অফিসের ছাদেও বোমা পড়ে বলে অভিযোগ। হামলার জেরে অসুস্থ হয়ে পড়েন খেজুরি ২ ব্লকের বিডিও ত্রিভুবন নাথ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us