শ্রী শ্রী ত্রিলোকেশ্বরী শ্যামা কালী পুজার ৪৬ তম বর্ষ

শ্যামা কালী মায়ের পুজা ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-19 2.37.55 PM

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার  ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর লোয়াদা অঞ্চলের মানখণ্ড যুব সংঘ ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায়  শ্রী শ্রী ত্রিলোকেশ্বরী শ্যামা কালী পুজার ৪৬ তম বর্ষের শ্যামা কালী মায়ের পুজা । প্রতি বছর মায়ের মাটির মুর্তি দিয়ে পুজিত হতো দেবী। দীর্ঘ আট বছর মানখন্ড যুব সংঘ ও গ্রামবাসী বৃন্দের প্রচেষ্টায়  মায়ের মন্দির তৈরি করে সেই মন্দিরের উদ্ধোধন হোলো পূজোর আগের দিন। শ্রী শ্রী ত্রিলোকেশ্বরী শ্যামা কালী মাকে প্রতিষ্ঠা করা হয় সেই মন্দিরেই। প্রতিষ্ঠিত হবে শালেগ্রাম শিলাও । লোয়াদা বাজার থেকে মানখণ্ড পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা চলে এদিন। পুজোর দিনগুলোতে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক মূলক কর্মসূচি।