নিজস্ব সংবাদদাতাঃ আজ ২১ শে জুলাইয়ের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা অডিটোরিয়াম হলে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া।
/anm-bengali/media/media_files/kVjzbYpdI5CRsj86hrOQ.jpeg)
এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর সহ অনান্যরা। এদিন এই প্রস্তুতি সভার মঞ্চ থেকে বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ ৪০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন ডুঁয়া ১০/২ গ্রাম পঞ্চায়েতের দয়ালপুর বুথের বিজেপির পঞ্চায়েত এবং ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতে কয়েকজন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)