৫৫০ বাদুড় মেরে বন দফতরের জালে খড়গপুরের ৪ জন

কেন এই কাজ করছিল তারা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-02 at 5.52.56 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে চাঞ্চল্য। তাল গাছ থেকে ৪ জন ব্যাগ নিয়ে নামতেই ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। ব্যাগ দেখে চক্ষু চড়ক গাছ তাদের। তাতে কয়েকশো বাদুড় মেরে রাখা রয়েছে। খবর যায় বন দফতরে। বন দফতরের কর্মীরা গিয়ে তাদের আটক করে নিয়ে যায় মেদিনীপুর রেঞ্জ অফিসে। ঘটনাটি বুধবার মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় ঘটল। 

 জানা গিয়েছে, ওই ৪ জন পালবাড়ি এলাকায় একটি তাল গাছে উঠে বাদুড় মারছিল। স্থানীয়রা বুঝতে পেরে তাদের গাছ থেকে নামিয়ে ঘিরে ধরেন। ব্যাগে তল্লাশি চালিয়ে দেখতে পান কয়েকশো বাদুড় রাখা। সঙ্গে বাদুড় ধরার একাধিক সরঞ্জাম ছিল তাদের কাছে। এরপরই বনকর্মীরা এসে ওই ৪ জনকে আটক করে। তারা নাকি নিমপুরা এলাকার বাসিন্দা। তারা এর আগেও এইভাবে বাদুড় মেরে তার মাংস সংগ্রহ করত। গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী বলেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ৪ জনকে আটক করা হয়েছে। পাঁচ শতাধিক বাদুড় মেরেছে। বাদুড় ধরার জাল সহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে"।

All About the Bats and the Birds…