সবংয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে জোয়ার!

ভেঙে পড়ল গেরুয়া শিবির।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-17 at 5.17.58 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের কলসবাড় বুথ তৃণমূল কংগ্রেসের একটি সভায় কলসবাড় গ্রামে তপন টুডু, পিন্টু সিং, মদন বর্মন, নারায়ন দাস ,গৌর হরি দাস, বৃন্দাবন বর্মন সহ ৩০টি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সবংয়ের তৃণমূল নেতা পার্থ প্রতিম মাইতি সহ অনান্যরা।

bjp tmc clash