/anm-bengali/media/media_files/2025/09/12/whatsapp-image-2025-09-12-2025-09-12-23-04-20.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে দীর্ঘদিন হাতি থাকলেও তা দেখে পোষায়নি। তাই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৩ যুবক। জঙ্গলের ভেতরে ওই ৩ যুবককে আটক করে রেঞ্জ অফিসে নিয়ে গেলেন বনকর্মীরা। ঘটনাটি মেদিনীপুর সদরের চাঁদড়া এলাকার।
জানা গিয়েছে, ৫০টি হাতির একটি পাল চাঁদড়া রেঞ্জের বাঘঘরার জঙ্গলে অবস্থান করে। বনদফতরের দেওয়া তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেই হাতি দেখার জন্য উৎসুক যুবকরা দুপুরের পর থেকে ওই জঙ্গলে প্রবেশ করতে শুরু করে। ওই ৩ যুবক একটি মোটর বাইকে করে হাতি দেখার জন্য এসেছিল ঝাড়গ্রাম থেকে। জঙ্গলে তাদের দেখে জিজ্ঞাসাবাদ করে বনদফতরের কর্মীরা। জানতে পারে, ওই ৩ যুবকের বাড়ি ঝাড়গ্রামের গজাশিমূল, ধনিয়াপাতা-চাঁদাবিলা ও বড়াশুলি এলাকায়। কেন তারা এসেছে জানতে চাইলে বলে ফেলে যে হাতি দেখার জন্য এসেছিল। বনদফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বেশ কিছু যুবক হাতিদের উত্যক্ত করে এবং সেই ভিডিও ক্যামেরাবন্দি করে ইউটিউবে আপলোড করে। ওই ৩ যুবক ওই ঘটনার সঙ্গে এর আগে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখতে ৩ জনকেই আটক করে চাঁদড়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় তাদের বাড়িতে। রেঞ্জের আধিকারিক লক্ষীকান্ত মাহাতো বলেন, "ঝাড়গ্রাম থেকে আসা ৩ যুবককে আটক করা হয়েছে। কেন তারা জঙ্গলে হাতি দেখতে ঢুকেছিল বা অতীতে হাতিকে উত্ত্যক্ত করার কোন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে"।পাশাপাশি ওই জঙ্গলে হাতির হানায় ক্ষতিগ্রস্ত 'যন্ত্র ঐরাবত'। আসলে লোকালয়ে হাতির হানা রুখতে ওই বিশেষ গাড়ি নিয়ে জঙ্গলে টহল দিচ্ছিলেন বনকর্মীরা। সেই সময় জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে গাড়ির উপর আক্রমণ করে। গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বনকর্মীদের কারও কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/01/EEKjJv6qLfoMpS1NUYcG.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us