আলিপুরদুয়ারে হাতির হানায় সদ্যোজাত-সহ মৃত ৩

আলিপুরদুয়ারে বন্য হাতির হানায় এক সদ্যোজাত-সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটে ফালাকাটার কুঞ্জনগর এলাকায় শুক্রবার গভীর রাতে।

author-image
Debapriya Sarkar
New Update
১১

নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের কুঞ্জনগরের সভাপতি মোড়ে শুক্রবার গভীর রাতে বন্য হাতির হানায় এক সদ্যোজাত-সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

death

ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি হাতি বাড়িতে ঢুকে পড়ে এবং ভয়াবহ আক্রমণ চালায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বনদপ্তর জানিয়েছে, হাতিটিকে বনাঞ্চলে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।