New Update
/anm-bengali/media/media_files/0H8EOMH16PiIhKVT2NUw.jpg)
নিজস্ব সংবাদদাতা: তাপপ্রবাহের (Heatwave) সতর্কতার মধ্যেই এলো স্বস্তির খবর। সপ্তাহান্তের শুরুতেই রাজ্যে বেশ কিছু জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলবে টানা তিন দিন। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। মঙ্গলবার এই নতুন পূর্বাভাস দিলো (Weather Forecast) আবহাওয়া দফতর। জানা গেছে যে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সংলগ্ন এবং উপকূলবর্তী ৪ জেলায়। তাহলে কি ঘূর্ণিঝড় মোচার (Mocha) প্রভাবেই শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে বাংলায়? উপকূলবর্তী দুই ২৪ পরগনায় আর মেদিনীপুরে ৩ দিন বৃষ্টি হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us