/anm-bengali/media/media_files/qMOxnO1v9SVBRLd13LZ3.jpg)
নিজস্ব প্রতিনিধি, কেশপুর: আবারও কেশপুরে গ্রেফতার বিজেপি নেতা। কেশপুর ১ নম্বর মন্ডলের বিজেপির যুব সভাপতি উৎপল পাঁজা হলেন গ্রেফতার। গতকাল রাত্রে কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের কানাখালী থেকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/BDYnXwj7sBxagSN2Oz9P.jpeg)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরোনো একটি বধূ নির্যাতন মামলায় এই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয়েছিল কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে। টাকা সংক্রান্ত প্রতারণার মামলায় গ্রেফতার করেছিল কেশপুর থানার পুলিশ। তারপর কেশপুর থানায় এসেছিযেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কেশপুরের দুই বিজেপি নেতাকে শুক্রবার মেদিনীপুর আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, তন্ময় ঘোষকে ৩ তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি উৎপল পাঁজাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে ভোটের আগে কেশপুরের দুই বিজেপি নেতাকে গ্রেফতার করা নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি।
/anm-bengali/media/media_files/pbjRPZCJmJ7xNfmhH0vJ.jpeg)
/anm-bengali/media/post_attachments/4ddb49a303dd0dca68ad95fc33efb3b885231a419aead44b8c99e0eea37c0dc6.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us