/anm-bengali/media/media_files/2025/08/12/whatsapp-image-2025-08-12-2025-08-12-19-03-08.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: ভাঙড়ে আবারও বড়সড় গাঁজা উদ্ধারের ঘটনা ঘটল। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ও ভাঙড় ডিভিশনের ডিসি টিম যৌথভাবে অভিযান চালিয়ে বাসন্তী হাইওয়ের বড়ালীঘাট এলাকায় একটি সাদা রঙের ট্যাক্সি আটক করে। তল্লাশি চালিয়ে সেই ট্যাক্সি থেকে উদ্ধার হয় ৪টি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা।
পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহার থেকে ৪টি ব্যাগ ভর্তি গাঁজা ট্রেনে করে কলকাতার দমদম স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে ১টি সাদা ট্যাক্সি ভাড়া করে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এক মহিলা ও এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়েই ভাঙড় ডিসির পুলিশ টিম ও ভাঙড় থানার পুলিশ যৌথভাবে বড়ালীঘাট এলাকায় ট্যাক্সিটিকে থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিতে ৪টি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়, যার বাজারমূল্য বিপুল বলে প্রাথমিকভাবে অনুমান করেছে পুলিশ। এই ঘটনায় ট্যাক্সিচালকসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে এবং ট্যাক্সিটিও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙড় থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/12/whatsapp-image-2025-08-12-2025-08-12-19-03-20.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us