/anm-bengali/media/media_files/2025/07/31/whatsapp-image-2025-07-31-2025-07-31-19-39-24.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পিছাবনীতে গত ২৪ জুলাই আনুমানিক বিকেল ৪টের দিকে পিছাবনী হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র সূর্য মান্না সহ তার বন্ধুদেরকে স্কুলের পোশাক পরা অবস্থায় অনুপ মন্ডল, লালু শ্যামল ,বুবু শ্যামল, সুদীপ পন্ডা শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ। এই নির্যাতনের ফলে কাঁথির বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সূর্য মান্না মানসিকভাবে ভেঙে পড়ে ও তার পরের দিন অর্থাৎ ২৫ জুলাই আনুমানিক সকাল ৮.৩০টা নাগাদ নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে একটা সুইসাইড নোট লিখে যায় যেখানে পরিষ্কার করে সে উল্লেখ করে যায় যে তাকে পিছাবনী বাজার সংলগ্ন এলাকায় মানসিক ,শারীরিক নির্যাতন করা হয়েছে একটি মেয়েকে টোন টিটকারি করার জন্য, কিন্তু ও সেই মেয়েকে চেনেও না এবং এই কাজ করেনি। তাকে নাকি বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্থা করা হয়েছে, তাই সে সহ্য করতে পারেনি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ছাত্র সূর্য মান্নার বাবা রবীন্দ্রনাথ মান্না ২৯শে জুলাই রাত্রিতে কাঁথি থানায় এক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে কাঁথি থানার পুলিশ অভিযান চালিয়ে অনুপ মন্ডল, বুবু শ্যামল, সুদীপ্ত পন্ডা এই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। তবে আরো একজন অভিযুক্ত লালু শ্যামল পলাতক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-193605-2025-07-31-19-39-39.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us