প্রতারণার ঘটনায় ৩ অভিযুক্ত গ্রেপ্তার

ইন্দাস থানার সাফল্য।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-09-23 at 20.33.47

নিজস্ব সংবাদদাতা: গত ০৩/০৮/২০২৫ তারিখে ইন্দাসের এক স্বর্ণ ব্যবসায়ী এই মর্মে অভিযোগ জানান এক ব্যক্তি নিজেকে শেখ রহিম, বাড়ি—ঠাকুরানদিঘি, ইন্দাস বলে পরিচয় দিয়ে স্ত্রীর অসুস্থতার অজুহাতে একটি হলমার্কযুক্ত সোনার আংটি বন্ধক রেখে নগদ কুড়ি হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে আংটি ফেরত না আসায় সন্দেহ হলে পরীক্ষা করে দেখা যায়, আংটিটি নকল।

ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ইন্দাস থানায় মামলা রুজু হয়। তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে পাত্রসায়ের থানার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে নাম ভাঁড়িয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, একই ধরনের নকল আংটি ইন্দাস ও বিষ্ণুপুর এলাকার আরও কয়েকটি দোকানে সে বন্ধক দিয়েছে। উক্ত নকল আংটিগুলি সে সংগ্রহ করত হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার দেহিভূরসুত গ্রামের শেখ আলমগীর বাদশা ও তার ছেলে শেখ গোলাম আলামিনের কাছ থেকে।

ইন্দাস থানার টীম দ্রুত অভিযানে নেমে  শেখ আলমগীর বাদশা ও তার ছেলে শেখ গোলাম আলামিনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারাও তাদের দোষ স্বীকার করেছে।এখনো অব্দি দুটি নকল সোনার আংটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। আজ অভিযুক্তদের বিষ্ণুপুর আদালতে তোলা হবে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে।