২৯৩টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন, তবুও সেখানে নেই কুলপি কেন্দ্র

দক্ষিণ ২৪ পরগনার কুলপি কেন্দ্রের তালিকা এখনও অধরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
SIR

File Picture

নিজস্ব সংবাদদাতা: SIR (Systematic Investigation of Rolls) নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহেই রাজ্যের ২৪টি জেলায় ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ইতিমধ্যে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৯৩টির তালিকা প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনার কুলপি কেন্দ্রের তালিকা এখনও অধরা।

কমিশনের তরফে জানানো হয়েছে, যদি কুলপির ২০০২ সালের তালিকা শেষ পর্যন্ত না পাওয়া যায়, তাহলে ২০০৩ সালের খসড়া ভোটার তালিকা ব্যবহার করা হবে সেই কেন্দ্রের জন্য।

গত ৫ অগস্ট নির্বাচন কমিশন প্রথম দফায় ১০৩টি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের তালিকা প্রকাশ করেছিল। তবে তখন চারটি বিধানসভার তালিকা পাওয়া যাচ্ছিল না— কুলপি (দ. ২৪ পরগনা), মুরারই, রামপুরহাট ও রাজনগর (বীরভূম)। কমিশনের নির্দেশে বীরভূমের তিনটি কেন্দ্রের তালিকা পরে খুঁজে পাওয়া গেলেও, কুলপির তালিকা এখনও নিখোঁজ।

haji-sk-nurul-islam-tmc-mp-from-basirhat-passes-away

কমিশন সূত্রে খবর, কুলপির তালিকা যদি পাওয়া না যায়, তাহলে বিকল্প হিসেবে ২০০৩ সালের খসড়া তালিকাই ব্যবহৃত হবে। কারণ, SIR প্রক্রিয়ার নির্ধারিত সময়সীমার মধ্যে যাচাই জরুরি।

SIR নিয়ে ইতিমধ্যেই রাজ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা এই প্রক্রিয়াকে "নির্বাচন-সামনে ভোটার সাফাই অভিযান" বলে কটাক্ষ করছে। অন্যদিকে কমিশনের দাবি, এটি নিয়মিত এবং নিরপেক্ষ সমীক্ষা। তাই সময়মতো ব্যবস্থা নেওয়া হবে এবং সমীক্ষা হবে যথাযথ নিয়ম মেনে।