২৫.০৫.২০২৫: কতগুলি হাতি কোন অবস্থানে রয়েছে? ঝাড়গ্রাম বনবিভাগ দিল বড় আপডেট

 ঝাড়গ্রাম বনবিভাগ কি আপডেট দিল?

author-image
Aniket
New Update
assqsaq

File Picture

নিজস্ব প্রতিনিধি: ঝাড়গ্রাম বনবিভাগ দিল আজকের দিনে হাতির অবস্থানের আপডেট। ঝাড়গ্রাম-শালবনি রেঞ্জে মোট হাতি রয়েছে ০৪ টি। হদহদীতে হাতির সংখ্যা ০১ টি। পশরোতে হাতি রয়েছে ০৪ টি। লোধাশুলি-কইমা রেঞ্জে হাতি রয়েছে ০৩ টি। ভাওদাতে হাতি রয়েছে ০১ টি। পেনিয়াভাঙ্গায় হাতি রয়েছে ০৪ টি।

elephant

জরুলিয়ায় হাতির সংখ্যা ০৬ টি। গোলবান্ধিতে হাতি রয়েছে ০১ টি। বরাশুলিতে হাতি রয়েছে ০১ টি। গোবিন্দপুরে হাতির সংখ্যা ০৫ টি। লাউরিয়াদামে হাতি রয়েছে ১৩ টি। ঠাকুরথাণে হাতি রয়েছে ৩০ টি। গিধনি-চাঁদুয়াজোকা রেঞ্জে হাতি রয়েছে ০৬ টি। সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বনবিভাগের তরফে।

add senco