New Update
/anm-bengali/media/media_files/2025/06/27/n46tedf-2025-06-27-19-30-47.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বহরমপুর সদর হাসপাতাল লাগোয়া জগন্নাথদেব মন্দিরের ট্রাস্টি বোর্ডের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায় আড়াইশো বছরের বেশি প্রাচীন ওই রথযাত্রা উৎসব-আড়ম্বরের সঙ্গেই পালন করা হয়। সম্পূর্ণ পেতলের তৈরি ওই রথটি চওড়ায় ৮ ফুট ও লম্বায় ২০ ফুট। ট্রাস্টি বোর্ডের নিজস্ব জমি, বাড়ি ও মন্দিরের প্রণামী থেকেই রথযাত্রার সমস্ত খরচ বহণ করা হয়। রথের দিন পুরীর রথযাত্রার অনুকরণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে পৃথকভাবে ১০৮ ঘড়া গঙ্গাজলে স্নান করিয়ে রথের উপরে স্থাপন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
/anm-bengali/media/post_attachments/02a1e0b3-e16.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us