New Update
/anm-bengali/media/media_files/YjTD57KujYKaVaMRRq3f.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃলোকসভা নির্বাচনের পর এখনও দলবদল অব্যাহত। এবার হুগলির ধনিয়াখালিতে বিজেপিতে বড় ভাঙন। তৃণমূলের যোগ দিলেন ২৫০ জন বিজেপি নেতা কর্মী। শনিবার সন্ধ্যায় ধনিয়াখালি বাসস্ট্যান্ড এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই তৃণমূলে যোগদান করেন একাধিক বিজেপি নেতা ও কর্মীরা। এদিনের সভায় উপস্থিত ছিলেন ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। যোগদানকারীদের হাতে বিজেপি-র পতাকা তুলে দেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us