/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মাত্র ২২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বোলপুরের তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। শুক্রবার সকালে জিম করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রিয়জিৎ বীরভূমের বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকার বাসিন্দা। নিয়মিত শরীরচর্চা করতেন তিনি। বিরাট কোহলির অনুরাগী এই তরুণের স্বপ্ন ছিল একদিন বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা। ২০১৮-১৯ সালে সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহক হয়ে প্রথম নজরে আসেন তিনি। সেই পারফরম্যান্সের জন্য সিএবি থেকে পুরস্কারও পেয়েছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/01/heart-attack-2025-07-01-08-53-20.jpg)
তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রিকেট মহলে। পরিবার, বন্ধুবান্ধব, কোচ ও সহ খেলোয়াড়দের চোখে জল। প্রশ্ন উঠছে, নিয়মিত শরীরচর্চা করা একজন তরুণ কীভাবে এমন হৃদরোগে আক্রান্ত হলেন?
চিকিৎসকদের মতে, কোভিড পরবর্তী সময়ে অল্প বয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েছে। বিশেষ করে জিমে অতিরিক্ত ও ভুল পদ্ধতিতে শরীরচর্চা করলে ঝুঁকি বাড়ে। প্রিয়জিতের মৃত্যু ফের একবার সেই প্রশ্নই উসকে দিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us