রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় এই জেলার জয়জয়কার! ২২টি পদক পশ্চিম মেদিনীপুরের

ব্যাপক সাফল্য পেল ছেলে-মেয়েরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-28 at 11.58.43 AM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ২৭তম রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের প্রতিযোগীদের। ৯টি গোল্ড মেডেলসহ ২২টি পদক জিতে নিল পশ্চিম মেদিনীপুরের ছেলে-মেয়েরা। 

WhatsApp Image 2025-04-28 at 11.58.43 AM (1)

রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৮-২০ এপ্রিল শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পশ্চিম মেদিনীপুর জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের সম্পাদক রাসবিহারী পাল বলেন, "এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০০ জন প্রতিযোগী। প্রায় ১০০০ জন প্রতিযোগীর মধ্যে পশ্চিম মেদিনীপুরের প্রতিযোগীরা জিতে নিল ৯টি স্বর্ণ পদক, ৮টি রৌপ্য পদক এবং ৫টি ব্রোঞ্জ পদক"। প্রতিযোগীদের আরও সাফল্য কামনা করলেন জেলা পরিষদের ক্রীড়া ও শিক্ষা কর্মাধ্যক্ষ। সেই সঙ্গে কচিকাঁচাদের এই সাফল্যের জন্য অভিভাবকদের কৃতিত্বের কথাও উল্লেখ করেন তিনি।

reg