New Update
/anm-bengali/media/media_files/2025/05/26/GbBI7Zljzk2QQu83Ks4f.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ থেকে রাজমিস্ত্রীর কাজে এসে ডেবরা থানা এলাকা থেকে নিখোঁজ হল ২১ বছরের যুবক। ঘটনায় রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে ওই যুবকের পরিবার। ইতিমধ্যেই ডেবরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। যুবকের খোঁজ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/05/26/LO3krfjQCYK78dADZkol.jpeg)
গত ২০ মে ২০২৫ তারিখ সকাল থেকে ডেবরার সত্যপুর এলাকায় ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয় মুর্শিদাবাদের সুতি থানার গোঠা এলাকার বাসিন্দা কারিম সেখ। পরিবারের সঙ্গে শেষ বারের মতো কথা হয় বর্ধমানে। তারপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তারপর গত ২৩ তারিখ ডেবরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে কারিমের দাদা নাসিকুল ইসলাম। তারপর তদন্ত শুরু করে পুলিশ। মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রায় বিভিন্ন জায়গায় প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে এই রাজমিস্ত্রীর কাজে নিযুক্ত কারিম সেখ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us