/anm-bengali/media/media_files/2025/07/25/whatsapp-image-2025-07-25-at-180924-2025-07-25-20-59-00.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের কাঠচাড়া খালের উপর থাকা সেতুটি ২০০৪ সালে বন্যার ফলে ভেঙে গিয়েছে তারপর থেকে বিচ্ছিন্ন যোগাযোগ। এলাকার বাসিন্দারা বারবার ওই এলাকায় সেতু নির্মাণের দাবি জানালেও আজও পর্যন্ত শুধু আশ্বাস মিলেছে কিন্তু কাজের কাজ হয়নি। ওই এলাকায় সেতুটি নির্মাণ হলে বাঁধগোড়া অঞ্চলের সাথে মানিকপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বাঁধগোড়া অঞ্চলের মেটাল, তল মেটাল, জামবেদিয়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা খুব কম সময়ে মানিকপাড়া যাতায়াত করতে পারবে। আবার মানিকপাড়া এলাকার বাসিন্দারা ওই এলাকা দিয়ে খুব কম সময়ে ঝাড়গ্রাম আসতে পারবে। তাই ওই এলাকায় সেতু তৈরি না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
বিজেপির যুব মোর্চার ঝাড়গ্রাম জেলার সভাপতি রাজেন হেমব্রম বলেন, "বাঁধগোড়া অঞ্চলটি তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে তা সত্ত্বেও ওরা সেতুটি নির্মাণ করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। আসলে কাটমানি ছাড়া ওরা কোন কাজ করতে চাইনি। তাই ওই এলাকায় সেতু নির্মাণ হয়নি। এর জবাব ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এলাকার বাসিন্দারা দেবেন"।
/anm-bengali/media/post_attachments/57a8b867-329.png)
অন্যদিকে, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বন্দনা শীট এই প্রসঙ্গে বলেন, "বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখব। স্থানীয় প্রধান এবং প্রশাসনের নজরে বিষয়টি আনবো"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us