Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/O3CcvZJytJBTlJ5WrA2i.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট চলছে আজ। সেই নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা আজ তুঙ্গে। আজ ক্যানিং গোলাবাড়ি বাজারে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করে তৃণমূল। এমনটাই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
/anm-bengali/media/media_files/LdYZln5lAR1snr8YGajw.jpg)
/anm-bengali/media/media_files/htvcScajyMZlgI7TBCH9.jpg)
জানা গিয়েছে, বাধা দিতে গেলে মারধরকরা হয়। এছাড়াও ছবি তুলতে গিয়ে আক্রান্ত হয় এক সংবাদ মাধ্যমের কর্মী। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। এই ঘটনার জেরে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধী দলের ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us