New Update
/anm-bengali/media/media_files/2025/06/13/XZUbclRdle4XEUjLDJu6.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল লালগড় থানার পুলিশ। সূত্র মারফত খবর আসে, একটি ট্রাক মেদিনীপুর হয়ে ঝাড়গ্রামের দিকে যাচ্ছে এবং সেই গাড়িতে নিষিদ্ধ কফ সিরাপ রয়েছে।
সেই অনুযায়ী, লালগড় থানার পুলিশ আজ বৈতা এলাকায় তৎপরতা দেখিয়ে ট্রাকটিকে চিহ্নিত করে আটক করে। তল্লাশি অভিযানে উদ্ধার হয় মোট ২০০১টি নিষিদ্ধ কফ সিরাপের বোতল। এই ঘটনার পর পুলিশ ট্রাকটিকে সিজ করে এবং ঘটনাস্থল থেকেই দুজন যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রে আর কারা জড়িত এবং এগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা জানার চেষ্টা করছে লালগড় থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নামানো হয়েছে বিশেষ টিম।
/anm-bengali/media/post_attachments/4037b8ef-d4f.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us