১৯ দিন ধরে বন্ধ ২০০ ট্রেন, বিপাকে ডেবরা, সবং, পিংলার যাত্রীরা

দক্ষিণ-পূর্ব রেলওয়ের সাঁতরাগাছি স্টেশন আধুনিকীকরণের জন্য ২০০ ট্রেন বন্ধ থাকায় ডেবরা, সবং, পিংলার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Train

নিজস্ব সংবাদদাতা : দক্ষিন-পূর্ব রেলওয়ের সাঁতরাগাছি স্টেশন আধুনিকীকরণের কারণে ১৯ দিন ধরে প্রায় ২০০ ট্রেন বন্ধ রয়েছে, যার ফলে বিপাকে পড়েছে ডেবরা, সবং ও পিংলার যাত্রীরা।

publive-image

ডেবরা ব্লকের বালিচক স্টেশন থেকে হাওড়া, বাগনান, খড়্গপুর, মেদিনীপুরসহ বিভিন্ন জায়গায় প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন। কিন্তু এই পরিস্থিতিতে ট্রেনের অভাবে যাত্রীরা দীর্ঘ সময় ধরে স্টেশনে বসে থাকছেন। বিশেষ করে চাষিরা যারা বালিচক, শ্যামচক, রাধামোহনপুর থেকে ফুল নিয়ে কোলাঘাট পাঠান, তাদের জন্যও সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

publive-image

দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতরাগাছি স্টেশন আধুনিকীকরণের কাজ চলাকালীন কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে, কিন্তু তা সত্ত্বেও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।