তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রায় ২০০ জন সংখ্যালঘু, অভিযোগ বঞ্চনা

কি অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 2.53.58 PM

বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: বুধবার বাঁকুড়া সার্কিট হাউসের সামনে বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার আয়োজনে একটি অস্থায়ী মঞ্চে কম্বল দান ও পথসভার আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে বাঁকুড়া বিধানসভা এলাকার বেশ কয়েকটি গ্রাম থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদেয়, যোগদানকারীরা সকলেই সংখ্যালঘু। বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বিজেপি নেতা রাহুল সিনহার হাত ধরে প্রায় ২০০ জন সংখ্যালঘু মহিলা ও পুরুষ যোগ দেয় বিজেপিতে। বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও রাহুল সিনহা।যোগদানকারীরা বাঁকুড়া বিধানসভা এলাকার পুনিশোল, ভিখুডিহী,  জোড়হিড়া কাপিষ্টা সহ একাধিক গ্রামের বাসিন্দা বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা, রাহুল সিনহা ছাড়াও বিজেপি নেতা সজল ঘোষ, হরি মিশ্র সহ একাধিক দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক। যোগদানকারী সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি জানান, বহুদিন যাবত তৃণমূল কংগ্রেস করে আসছেন। সেখানে তাদের কোন লাভ হয়নি। এমনকি নুন্যতম চাহিদাটুকুও পুরন করেনি তৃণমূল। নানা রকমের আশ্বাস দেওয়া হয়েছিল, কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেন বিজেপিতে সদ্য যোগদানকারী কর্মী সমর্থক। ক্ষোভ প্রকাশ করে বলেন তাঁরা শুধু বঞ্চনার শিকার হয়েছেন।''

বিধায়ক নীলাদ্রি দানার শেখর দানা বলেন? আমাদের রাষ্ট্রবাদী মুসলিমরা যারা ভারতবর্ষে মাটিতে বসবাস করছে সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমরা আজ বুঝতে শিখেছে। এতদিন তারা অন্ধকারে অনেক স্বপ্ন দেখে দৌড়াচ্ছিল। আজকে তারা বুঝতে পেরেছে রাজ্য সরকার একটি ধোঁকাবাজির সরকার। রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের কোন উন্নয়ন নেই, কোন কর্মসংস্থান নেই, আজকে তাদের পেটের টানে সংসার চালাতে কাজ করতে যেতে হচ্ছে বিজেপি শাসিত ভিন রাজ্যে। আজকে যদি রাজ্য সরকার তাদের কথা চিন্তা করত তাহলে তারা অন্যান্য রাজ্যে কাজ করতে যেত না। আজকে তারা বুঝতে পেরেছে এই রাজ্যে কোন কাজ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুসলিম সম্প্রদায়ের জন্য আমরা কাজের ব্যবস্থা করব, তাদের পরিবারের চিন্তা আমার। ২৩৫ টি  সংখ্যালঘু পরিবার তৃণমূল সরকারের ধোঁকাবাজি বুঝতে পেরে  বিজেপির ঝান্ডা হাতে তুলে নিয়েছে। ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই উন্নয়নে সামিল হতেই সংখ্যালঘু ভাই-বোনেদের বিজেপিতে যোগদান করা।

২০২৬ বিধানসভার আগে সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপিতে যোগদান বাঁকুড়া বিজেপি-নেতৃত্ব অনেকটাই অক্সিজেন পাবে বলে রাজনৈতিক  মহলের আশা।

WhatsApp Image 2025-12-11 at 2.54.00 PM