/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দ্বিতীয়বার নতুন ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর দলের "বিজয়া সম্মেলনী ও প্রবীণ নেতৃত্বদের সম্মাননা প্রদান" কর্মসূচী আয়োজন করেছিলেন মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতি। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামনী মান্ডী, কেশিয়াড়ীর বিধায়ক পরেশ মুর্মু এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুদীপ রাহা উপস্থিত ছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/18/whatsapp-image-2025-10-18-at-102241-2025-10-18-22-19-23.jpeg)
এদিন প্রায় ২০০ মতো বিজেপির পরিবার সক্রিয় সমর্থক এবং নেতৃত্ব বিজেপির ঘৃণ্য হিংস্র রাজনীতি ছেড়ে শান্তি এবং উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক পরেশ মুর্মু এবং সুদীপ রাহারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us