New Update
/anm-bengali/media/media_files/2025/09/15/whatsapp-image-2025-09-15-2025-09-15-16-20-21.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার রানাপুর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটির দ্বিতল বসত বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। ওই পরিবারের সদস্য জানান, "আমারা পরিবারে ১১ জন ঘুমিয়ে ছিলাম। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দ্বিতল বসত বাড়িটি। মাথা গোঁজার ঠাঁইটুকুও গেল ভেঙে"। পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকমে ভাঙাবাড়ির এক দিকে থাকবেন তারা। প্রশাসনের সহযোগিতার দিকে তাকিয়ে আছে ওই পরিবার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/15/screenshot-2025-09-15-160023-2025-09-15-16-02-36.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us