নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদিবাসী অধ্যুষিত এলাকা পেল ঢালাই রাস্তা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক মৌজায় আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষ জনের বহু দিনের দাবি ছিল ঢালাই বা পাকা রাস্তা হোক তাদের এলাকায়। গ্রামের মানুষ জন, ছোট ছোট স্কুল পড়ুয়া সহ অন্যান্য ছোটো গাড়ি টোটোর ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে বড় সমস্যা হত।
গ্রামবাসীর পক্ষ থেকে সেই সমস্যার কথা জানানো হয়েছে বহুবার। অবশেষে গ্রামবাসীদের আবেদনে সাড়া দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু এবং ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ অন্যান্যরা।
/anm-bengali/media/media_files/pIlE1cUXb1hai6xkVu3H.jpg)
অবশেষে তাদের দুই জনের প্রচেষ্টায়, জেলার আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে প্রায় ২৭ লক্ষ ৯২ হাজার ৫৫৫ টাকা খরচে প্রায় ১ কিলোমিটার ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হল। এতে খুশি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন আনুষ্ঠানিক ভাবে রাস্তার কাজের উদ্বোধন করেন দুই কর্মাধ্যক্ষ। সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় তারা ধন্যবাদ জানিয়েছে দুই কর্মাধ্যক্ষকে।