সোদপুর থেকে ২ কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার

খড়দহ থানার পুলিশের বড় সাফল্য।

author-image
Aniket
New Update
New Project (3)

নিজস্ব প্রতিনিধি, সোদপুর: গোপন অভিযান চালিয়ে সোদপুর থেকে ২ কুখ্যাত দুষ্কৃতীকে ২ টি আগ্নেয়াস্ত্র এবং ১০ রাউন্ড গুলি সহ গ্রেফতার করল খরদহ থানার পুলিশ, অস্ত্র কেনা-বেচা করতে গিয়েই পুলিশের জালে শম্ভু সর্দার এবং বিজয় সিং। সোদপুরে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলি কেনা-বেচার কাজ হচ্ছিল। গোয়েন্দা সূত্রে এমনটাই খবর পায় খড়দহ থানার পুলিশ।

তারপর পুলিশ তদন্ত শুরু করে। গতকাল রাতে গোপন অভিযান চালিয়ে সোদপুরের সুভাষ নগর এলাকা থেকে অস্ত্র কেনা-বেচার সময় কুখ্যাত দুষ্কৃতী শম্ভু সর্দার ও বিজয় সিংকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করে খরদহ থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে, একটি পাইপ গান এবং সেভেন এমএম পিস্তল সহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বারাকপুর আদালতে পাঠানো হবে।