Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/E0OSgbobC4JqvwqshkLy.jpg)
নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গতকাল ঘোষণা হয়ে গিয়েছে। আর তারপরেই নির্দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল দুই জয়ী প্রার্থী। তারা তৃণমূল দলের কাছে অঙ্গীকার করেছে সবাই মিলে মিশে একসঙ্গে কাজ করবে।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের দুই নির্দল জয়ী প্রার্থী সুভাষ দোলুই ঘোষপুর বুথ ও শেখ ফরিদুল ইসলাম রাধাবল্লভচক বুথ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল বুধবার। তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সৌমেন মহাপাত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us