পরপর কন্যা সন্তান হওয়ার জের, ফের অত্যাচারের শিকার এক গৃহবধূ

মারধর, অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ দিতে হল ওই গৃহবধূকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-03-20 at 2.46.56 PM

নিজস্ব সংবাদদাতা: পরপর দুই কন্যা সন্তানকে জন্ম দেওয়ার অপরাধে প্রাণ কেড়ে নিয়েছে শ্বশুরবাড়ির লোকজন, এমনটাই অভিযোগ বাপের বাড়ির। গৃহবধূর মৃত্যুতে এবার এমন চাঞ্চল্যকর দাবিই প্রকাশ্যে এলো।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কুশবসান গ্রাম পঞ্চায়েতের জাঙ্গীরিয়া গ্রামে। নিহত গৃহবধূর নাম খুকুমণি দাস মাইতি, বয়স ৩৬ বছর। অভিযোগ দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে অত্যাচার করত তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন, যা নিয়ে দুই পরিবারের মধ্যে সালিশি সভাও হয়। 

WhatsApp Image 2025-03-20 at 08.05.34

নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ গত আট বছর আগে কুশবসান গ্রাম পঞ্চায়েতের জাঙ্গীরিয়া গ্রামের বাসিন্দা শ্যামপদ মাইতির সঙ্গে বিয়ে হয় দেউলা গ্রামের মেয়ে খুকুমণির। বিয়ের পরেই শ্বশুরবাড়ির সবার সঙ্গে গণ্ডগোল লেগেই থাকতো। গৃহবধূকে মারধর করা হত বলে অভিযোগ বাপের বাড়ির। সেই করেই তাঁদের পরপর দুই কন্যা সন্তান হয়। আর কন্যা সন্তান হওয়ায় অত্যাচারের পরিমাণ আরও বেড়ে যায়। আর সেই মারধর, অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ দিতে হয় ওই গৃহবধূকে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে বাপের বাড়ির সদস্যরা। তারা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পুলিশের কাছে।