New Update
/anm-bengali/media/media_files/2025/09/02/whatsapp-image-2025-09-02-2025-09-02-15-53-44.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুরু হবে ফুটবল খেলা ৷ ঠিক তখনই ঘটল ঘটনাটা। বল পায়ে মাঠে নেমেছিলেন মেদিনীপুরের জেলাশাসক বার্জ। সামনে থেকে চলল গুলি। মাটিতে পড়ে গেলেন অত্যাচারী শাসক। তাঁর বুকের উপর চড়ে বসলেন দুই যুবক। হাতে থাকা পিস্তল খালি করে দিলেন শাসকের বুকে। দ্রাম দ্রাম দ্রাম। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। চারদিকে তখন ছুটোছুটি আর চিৎকার। মাঠ ছেড়ে পালাচ্ছে দর্শক। তখনই আরও কয়েকটা গুলি ছুটে এল দূর থেকে। অত্যাচারী জেলাশাসকের বুকের উপর বসে থাকা দুই যুবকের শরীরে লাগল সেই গুলি। তাঁরাও মাটিতে লুটিয়ে পড়লেন। একজন ঘটনাস্থানেই মারা যান। অন্যজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রথমজন অনাথবন্ধু পাঁজা, দ্বিতীয়জন মৃগেন্দ্রনাথ দত্ত। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুরের তথা সবং এর সশস্ত্র সংগ্রামে শহিদ বিপ্লবীদের মধ্যে তাঁরাও অন্যতম ৷
![]()
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us