/anm-bengali/media/media_files/5fJ6SM8GrBWiaj7oOoNJ.jpg)
নিজস্ব সংবাদদাতা : কৃষি জমিতে কাজের সময় আজ শালবনীতে বজ্রপাতে মৃত্যু হল দু'জনের। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। মৃত দু'জন হলেন রামু সরেন (৫১), বাড়ি শালবনী ব্লকের কাশীজোড়া অঞ্চলের দেউলকুন্ডা গ্রামে। অপরজন শালবনীর চাকতারিণী এলাকার বাসিন্দা ভারতী হেমব্রম (৪০)। দুজনেই কৃষি জমিতে কাজ করতে ব্যস্ত ছিলেন। জানা গিয়েছে, কৃষি জমিতে কাজ করার সময় এদিন বিকেলে বজ্রপাত হয়। সেই সময় কৃষি জমিতেই লুটিয়ে পড়েন তারা। অনেকক্ষণ পর স্থানীয়রা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/LkTEdaUfbxwcWz7vFC1k.jpg)
সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সমগ্র এলাকায় নেমেছে শোকের ছায়া। ওই সময় কাছাকাছি কেউ না থাকায় বিষয়টি কেউই দেখতে পায়নি। না হলে দ্রুত উদ্ধার করতে পারলে হয়তো দুজনকেই বাঁচানো সম্ভব হতো বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের এক বিকেলে, শালবনীর কাশিজোড়া এলাকায় চারিদিকে মেঘ কালো করে আসলে তড়িঘড়ি কৃষি জমি থেকে বাড়ি ফিরছিলেন কৃষকরা। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয়েছিল সাবিত্রী মাহাতো নামে এক মহিলার। আহত হয়েছিলেন ৭ জন। মৃতের পরিবারকে সরকারি সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us