কালবৈশাখীর দাপট! হুগলি-বর্ধমানে মৃত ২

ফের কালবৈশাখীর দাপটে রাজ্যের একাধিক জেলা থেকে আসছে মৃত্যুর খবর।

author-image
Aniruddha Chakraborty
23 May 2023
কালবৈশাখীর দাপট! হুগলি-বর্ধমানে মৃত ২

নিজস্ব সংবাদদাতাঃ ফের কালবৈশাখীর দাপটে রাজ্যের একাধিক জেলা থেকে আসছে মৃত্যুর খবর। সূত্রে খবর, সিঙ্গুরের বারুইপাড়া পলতাগড় পঞ্চায়েতের রামনগর গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। অন্যদিকে হরিপালের চন্দনপুর এলাকায় ঝড়ের কবলে পড়েন এক ব্যক্তি। ইলেকট্রিকের তার জড়িয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কার্যত একই ছবি বর্ধমানেও। ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার নাড়ুগ্রামে। মৃত বৃদ্ধার নাম সাবিত্রী কুণ্ডু(৭০)।