New Update
/anm-bengali/media/media_files/2025/05/31/iTdxMPPo1nzI2dumc0yj.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বেনেদিঘী এলাকার দেহাটি-সবং রাজ্য সড়কের উপর দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে ২, আহত ২। আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠাল সবং থানা ট্রাফিক বিভাগের পুলিশ।
পুলিশ সূত্রে খবর, একটি বাইকে ৩ নজন মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে এসে আরেকটি বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। আর ১ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ তেমাথানি-দেহাটি রাজ্য সড়ক অবরুদ্ধ থাকে। সবং থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
/anm-bengali/media/media_files/2025/05/31/Wnd9CTK9qxCHEJ2vCn42.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us