New Update
/anm-bengali/media/media_files/HQSxdlgf1y4GqInMzyoU.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে জোড়া শিশুর মৃত দেহ উদ্ধার। অভিযোগ, বিকেলে ডেবরার ধামতোড় বাজার সংলগ্ন এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশের ঝোঁপে সদ্যজাত মৃত কন্যা সন্তানকে ফেলে পালালো পরিবার। এলাকাবাসীদের চোখে এলে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে ডেবরা থানার পুলিশ সত্যজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অশ্রবপুর এলাকায় একটি ডোবা থেকে এক ৮ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করল ডেবরা থানার পুলিশ। শিশুটি কয়েকদিন আগে নিঁখোজ ছিল। মঙ্গলবার বিকেলে একটি ডোবায় তাকে ভাসতে দেখে এলাকাবাসী। খবর দেওয়া হয় ডেবরা থানায়৷। তারপরেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই দুই ঘটনাতেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। দুই ঘটনায় তদন্তে ডেবরা থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/8UXYRKjqHNKgdkCfHooC.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us