/anm-bengali/media/media_files/2025/07/01/whatsapp-image-2025-07-01-2025-07-01-18-59-52.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড: সোমবার রাতে পাশের রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া বাজারে ঘটে গেল এক দুঃসাহসিক ডাকাতি। ফিল্মি কায়দায় অস্ত্র দেখিয়ে সোনার দোকান থেকে প্রায় ২ কোটি টাকার গহনা লুট করে পালাল একদল দুষ্কৃতী। ডাকাতির পরপরই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তবে পুলিশের তৎপরতায় সেই রাতেই ঝাড়গ্রামের জাম্বনী থানা এলাকা থেকে ধরা পড়ে দুই অভিযুক্তসহ লুট করা সমস্ত সোনার গহনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে চাকুলিয়ার ব্যস্ত বাজারে একটি সোনার দোকানে আচমকাই হানা দেয় বেশ কয়েক জন দুষ্কৃতী। দোকান মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে তারা দোকানের সমস্ত সোনার গহনা জোর করে নিয়ে বাইকে করে দ্রুত চম্পট দেয়। ঘটনার পরপরই দোকান মালিক খবর দেন চাকুলিয়া থানায়। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড পুলিশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানা-সহ একাধিক থানাকে সতর্ক করে। জাম্বনী থানার পুলিশ রাতেই ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি শুরু করে। রাত প্রায় ১ টা নাগাদ পড়িহাটি এলাকায় দুটি বাইক প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে। প্রথমে ধৃতরা অসংলগ্ন উত্তর দিতে শুরু করে, পরে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ফোনের সঙ্গে প্রায় ২ কোটি টাকার সোনার গহনা। তবে ধৃতদের মধ্যে ১ জনের সঙ্গী ১ টি বাইক নিয়ে পালিয়ে যায়। পুলিশের অনুমান, তার কাছেই রয়েছে ডাকাতির সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তাকে ধরতে চলছে জোর তল্লাশি। পুলিশ জানিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম নিরঞ্জন গৌর ও মোহাম্মদ রফিক। এই দুই অভিযুক্তকে মঙ্গলবার চাকুলিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র রাখার অভিযোগসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/01/screenshot-2025-07-01-184031-2025-07-01-18-40-54.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us