New Update
/anm-bengali/media/media_files/T7vAzYAAvTUIUEylcWIR.jpg)
নিজস্ব সংবাদদাতা: ময়নায় বিজেপি নেতা (BJP Leader) খুনের (Murder) ৬দিন কেটে যাওয়ার পর এলো নতুন আপডেট। ১ মে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি (BJP Booth President) বিজয়কৃষ্ণ ভূইয়া। খুনের ৬দিনের মাথায় গ্রেফতার (Arrest) আরো ২ জন। নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল নামক আরো দুজনকে গ্রেফতার করলো পুলিশ। খুনের অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা (TMC Leader) এবং পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিককে। বিজেপি নেতাকে খুনের অভিযোগে অভিযুক্ত ৩৪ যাদের মধ্যে গ্রেফতার করা হলো ৩ জনকে। ময়নায় বিজেপি নেতা খুনে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড় নিহত নেতার পরিবার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us