New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : অস্ত্র পাচার বিরোধী অভিযানে এবার এক বড় সাফল্য পেল বেঙ্গল STF। আজ গোপন সূত্রে পাওয়া খবরের মাধ্যমে একটি বিশেষ অভিযান চালিয়ে তারাপীঠ থেকে ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বেঙ্গল STF। ধৃতদের নাম অভয় কুমার শর্মা ও মিনারুল শেখ। এদের মধ্যে অভয় কুমার শর্মা হলেন বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অপর অভিযুক্ত মিনারুল শেখ বীরভূমের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ২টি সেমি অটোমেটিক পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উভয়ের নামেই তারাপীঠ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us