জোড়া অনুষ্ঠানের জের, স্তব্ধ ১৯ নম্বর জাতীয় সড়ক

ছোট গাড়ি এবং বাস সার্ভিস রোডে যাতায়াত করছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-07 at 20.58.15

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্তব্ধ ১৯ নম্বর জাতীয় সড়ক। ভোগান্তি সাধারণ মানুষের। ক্ষোভ প্রকাশ পণ্যবাহী গাড়ির চালকদের। রথযাত্রা এবং মহররমের জন্য কলকাতায় ভারী গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞার জন্য যানজট দাবি ট্রাফিক পুলিশের।

শনিবার রাত থেকেই ১৯ নং জাতীয় সড়কের আসানসোল থেকে কলকাতা গামী পণ্যবাহী গাড়ি থামিয়ে দেওয়া হয়। যানজট শুরু হয় গোটা জাতীয় সড়ক জুড়ে। রবিবার সকাল থেকে দেখা যায় আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পানাগড় পর্যন্ত শুধুই দাঁড়িয়ে একের পর এক ট্রাক, ট্রেলার, ডাম্পার। স্তব্ধ জাতীয় সড়ক। ছোট গাড়ি এবং বাস সার্ভিস রোডে যাতায়াত করছে। 

মহারাজ রায় চতুর্বেদী নামের এক ট্রাক চালক ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,"অন্য রাজ্যে এরকম সমস্যায় পড়তে হয় না। যত সমস্যা বাংলায়"।

অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন, "রথযাত্রা এবং মহরমের জন্য কলকাতা অভিমুখে যাওয়া ভারী গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। সেই জন্যই এই যানজট। সোমবার দুপুর পর্যন্ত এই নির্দেশ রয়েছে"। 

তবে এক্ষেত্রে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই বলেন, "চালকরা বলছেন বিহারে, উত্তরপ্রদেশে বা অন্য রাজ্যে এইরকম সমস্যা হয় না। যত সমস্যা হয় এই বাংলায়। তারা খাবে কোথায়। আর মুখ্যমন্ত্রী বিশেষ সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য যা খুশি তাই করছেন"।

তবে তৃণমূলের দাবি, উৎসবের মরশুমে যাতে দুর্ঘটনা না হয় সেজন্য তৎপর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। সেই জন্যই এই বিধিনিষেধ।