রাজ্য জুড়ে বজ্রপাত প্রাণ কেড়ে নিল ১৭ জনের, তার মধ্যে ৯ জনই বাঁকুড়ার

বাঁকুড়ায় মোট ৯ জন মারা গিয়েছেন বজ্রপাতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
thunderstorm.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে একদিনেই বজ্রপাত কেড়ে নিল ১৭ জনের প্রাণ। প্রবল বর্ষা ও বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে বজ্রাঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

বাঁকুড়ায় মোট ৯ জন মারা গিয়েছেন বজ্রপাতে। ওন্দা এলাকায় মৃত্যু হয়েছে ৪ জনের। আর কোতুলপুর, ইন্দাস, জয়পুর, পাত্রসায়র ও বিষ্ণুপুরে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন পাত্রসায়রের জীবন ঘোষ (৫০), ইন্দাসের ইসমাইল মণ্ডল (৫৫), বিষ্ণুপুরের মদন বাগদি (৭০), কোতুলপুরের জিয়াউল হক মোল্লা (৪০), জয়পুরের উত্তম ভুঁইয়া (৩৮), ওন্দার তিলকা মাল (৪৯), জবা বাউড়ি (৩৮), নারায়ণ সোয়ার (৪৮), প্রতিমা রায় (৪১) – এই ৯ জনের মৃত্যুও ঘটেছে বাঁকুড়ায় বজ্রপাতেই।

অন্যদিকে, পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মাধবডিহি, মঙ্গলকোট, রায়না, ও খণ্ডঘোষ অঞ্চলে ৫ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। মৃতরা হলেন সনাতন পাত্র (৬১), অভিজিৎ সাঁতরা (২৫), বুড়ো মাড্ডি (৬৪), পরিমল দাস (৩৫), রবিন টুডু (২৫)।

raindeath

এছাড়াও, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার লক্ষ্মীকান্ত পান (৪২), পুরুলিয়ার গুড়িডির সুমিত্রা মাহাতো (৪৫), দক্ষিণ দিনাজপুরের ভগবতীপুরের কমল সরকার (৫৬) বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এর জেরে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।