এবার বাংলাদেশী সন্দেহে হেনস্থা হওয়া ১৩ জন পরিযায়ী শ্রমিক ফিরল বাড়ি!

ট্রেনের টিকিট কেটে দেওয়া থেকে কাজের আশ্বাস দেওয়া সবই করলেন বিধায়ক।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-08 at 7.22.02 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাংলাদেশী সন্দেহে হেনস্থা হওয়া ১৩ জন পরিযায়ী শ্রমিক বিধায়কের উদ্যোগে ফিরল বাড়ি। ফিরতেই  প্রশাসনিকভাবে তাদের কাজের আশ্বাস দেওয়া হয়।

আজ থেকে প্রায় ১৫ দিন আগে গুজরাটের সুরাতে কাজে গিয়েছিল পিংলার একাধিক পরিযায়ী শ্রমিক। তার মধ্যে দুই দফায় প্রায় ১৫ জন ইতিমধ্যেই বাড়ি ফিরেছে। যারা ফিরতে পারছিল না তাদেরকে ফেরার জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেন পিংলার বিধায়ক অজিত মাইতি। শুক্রবার দুপুরে খড়গপুর স্টেশন থেকে তাদেরকে নামিয়ে বাড়ি ফেরার ব্যবস্থাও করে দেন বিধায়ক। পাশাপাশি বিধায়ক অজিত মাইতি তাদের সঙ্গে দেখা করে কাজের আশ্বাস দেন। শুক্রবার পিংলা ব্লকের গোবর্ধনপুর এলাকার ১৩ জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরল। তাদেরকেও বাংলাদেশী সন্দেহে হেনস্থা করেছে গুজরাট পুলিশ এমনটাই অভিযোগ তুলেছে তারা। বাড়ি ফিরে আসতেই স্বস্তি পেল পরিবারের লোকজন। "সরকার পরিযায়ী শ্রমিকদের পাশে আছে", জানান বিধায়ক অজিত মাইতি।

WhatsApp Image 2025-08-08 at 7.22.03 PM