সাধুদের গণপিটুনিকাণ্ডে নয়া মোড়, ১২ জনকে পুলিশ...

সাধুরা তিন কিশোরীকে পথ সম্পর্কে জিজ্ঞেস করেন। এরপর মেয়েগুলি চিৎকার করে পালিয়ে যায়। তা দেখে স্থানীয়রা সাধুদের ধরে মারধর করে। ঘটনাস্থল থেকে একটি ভিডিওতে দেখা গেছে, জনতা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করছে।

author-image
SWETA MITRA
New Update
sadhuss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তিনসাধুরওপরহামলারঘটনায় বড় সাফল্য পেয়েছে পুরুলিয়া (Purulia) পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায়১২জনকেগ্রেফতারকরেছে পুলিশ। এরপর আজপুরুলিয়াররঘুনাথপুরমহকুমাআদালতেহাজিরকরাহয়েছে ধৃতদের।  বৃহস্পতিবারসন্ধ্যায়পশ্চিমবঙ্গেরগঙ্গাসাগরমেলায়যাওয়ারপথেউত্তরপ্রদেশেরতিনসাধুকেগণপিটুনিদেওয়াহয়।ঘটনাটিঘটেছেপশ্চিমবঙ্গেরপুরুলিয়াজেলায়।সাধুদেরঅপহরণকারীসন্দেহেতাদেরমারধরকরাহয়েছিল।সাধুএবংতাঁরদুইছেলেরসাথেএকব্যক্তিমকরসংক্রান্তিউত্সবেরজন্যগঙ্গাসাগরেপৌঁছানোরজন্যএকটিগাড়িভাড়াকরেছিলেন।পথটিসম্পর্কেখোঁজখবরনিতেইস্থানীয়দেরসন্দেহহয়।উত্তেজিতজনতাতখনতাদের বিরুদ্ধেঅপহরণেরঅভিযোগতোলে। এরপর উত্তেজিত জনতাসাধুদেরমারধরকরে।