New Update
/anm-bengali/media/media_files/2024/11/20/iJ3e8xVelMCuqEtdu0ZC.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক রেলগেটের কাছে এক যুবকের একটি মানিব্যাগ হারিয়ে যায়। সেই মানিব্যাগে ১০ হাজার টাকা ও যাবতীয় কার্ড ছিল। সেই সমস্ত জিনিস উদ্ধার করে ডেবরা ট্রাফিক বিভাগে জমা দেয় ট্রাফিকেই কর্মরত সিভিক বরুন মাসান্ত।
/anm-english/media/post_attachments/3479c141-d58.png)
পরে ডেবরা ট্রাফিক বিভাগের ওসি অমর ছেত্রী ওই যুবকটিকে ডেকে জিজ্ঞাসাবাদ উপযুক্ত প্রমান দেখার কর সমস্ত কিছু যুবকের হাতে তুলে দেয়। ডেবরা ট্রাফিক বিভাগকে ধন্যাবাদ জানিয়েছে ওই যুবক।
/anm-english/media/post_attachments/68f0a71f-ffd.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us