New Update
/anm-bengali/media/media_files/Rhhli4RXbKPwfLUwVugT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগে অব্যাহত দলবদল। একদিকে যেমন জেলাগুলোতে শাসক দল ছেড়ে বিরোধী দলে যোগদান লক্ষ্য করা গিয়েছে, অপরদিকে বিরোধী দল ছেড়ে শাসকদলে যোগদান চলছে অনবরত। সেই ধারা বজায় রেখে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে ফের দলবদলের খবর পাওয়া গেল। সেখানে বিজেপি পঞ্চায়েত সদস্য-সহ প্রায় শতাধিক বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা যোগদান করলেন তৃণমূলে।
বসিরহাটের মিনাখাঁ ব্লকের বাছরা-মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মোহনপুর এলাকার ঘটনা। সেখানে তৃণমূলের ‘নব জোয়ার’ কর্মসূচির প্রস্তুতি সভার শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে বাছরা-মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য ভোলানাথ পাত্র-সহ কয়েকশো বিজেপি কর্মী তৃণমূলের মিনাখাঁ ব্লক ২ এর সভাপতি তাজউদ্দিন মোল্লার হাত ধরে ঘাসফুলে যোগদান করলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us