১টি পাইপ গান ও ২ রাউন্ড তাজা গুলি মিলল! গ্রেফতার ১

কোথা থেকে পাওয়া গেল এগুলি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-07-17 175917

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: কাল গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ১টি পাইপ গান ও ২ রাউন্ড তাজা গুলিসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন রাতে নওদার দুবতলা-বুধাইনগর রোডে বিশেষ অভিযান চালায় নওদা থানার পুলিশ। সেখান থেকে রহিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি নওদা থানার বটুক নগর কলোনি পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয় ১টি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলি। আজ ধৃতকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তোলা হল জেলা আদালতে, জানিয়েছে পুলিশ।

Screenshot 2025-07-17 175943