/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দাসপুরে ১ ব্যক্তির বাজারের ব্যাগ থেকে এক লক্ষ টাকা কেপমারির ঘটনায় এবার খড়গপুরের ১ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সেখ রাজু,মঙ্গলবার তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
দাসপুর থানার পুলিশ জানিয়েছে, এক লক্ষ টাকা কেপমারির ঘটনায় আগেই দাসপুরের এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খড়গপুরের বাসিন্দা সেখ রাজুর নাম পাওয়া যায়। তাকে সোমবার রাতে খড়গপুর থেকে গ্রেফতার করা হয়। রাজুর থেকে ১৯৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মূল অভিযুক্ত সংবাদমাধ্যমের কাছে ঘটনার স্বীকারোক্তি করেছে। সে বলে, "ব্যাংক থেকে পিছু করছিলাম। লোকটা ব্যাংকে টাকা তুলে ব্যাগে রেখেছিল। পিছু করে বাজারে টাকার ব্যাগ চুরি করি"। গত বৃহস্পতিবার দাসপুরে সোনাখালীতে গোছাতি গ্রামের বাসিন্দা তারাপদ পড়িয়ার এক লক্ষ টাকা কেপমারির ঘটনা ঘটে। বাজার থেকে ব্যাংকে গিয়ে টাকা তুলে বাজারের ব্যাগে সেই টাকা রেখে সাইকেলে বাড়ি ফেরার পথে রাস্তায় কেপমারির ঘটনাটি ঘটে। সেই ঘটনার পর গত শুক্রবার গোছাতি গ্রামের কানাই সামন্ত ও অষ্টমী সামন্ত নামক ১ দম্পতিকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল পুলিশ। সেই ঘটনায় মোট ৩ জন গ্রেফতার হল। আরও কেউ রয়েছে কিনা,তদন্তে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/10/whatsapp-image-2025-12-09-2025-12-10-12-31-35.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us