New Update
/anm-bengali/media/media_files/CEPD2yVIVeBdHgUYtP3K.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গুরুত্বপূর্ণ রাজ্যসড়ক গুলির সংযোগস্থল চন্দ্রকোণার গাছশীতলা মোড় এলাকা আর সেখানেই ভয়াবহ পথ দুর্ঘটনা,ঘটনাস্থলেই মৃত্যু হল সাইকেল আরোহীর।
সূত্র মারফত জানা যায় যে, চন্দ্রকোনা শহরের ঠাকুরবাড়ি থেকে চন্দ্রকোনা রোড এর দিকে যাচ্ছিল সাইকেলে করে একব্যাক্তি আর তখনই পেছন থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে ঐ সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।স্থানীয় বাসিন্দারা পুলিশের গাফিলতিকে ঘটনায় দায়ী করছেন। কারণ ওই মোড়ে সারাদিন ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশি ব্যবস্থা থাকে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ এসে ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,মৃত ব্যাক্তির নাম অরুন কুমার দেব বাড়ি চন্দ্রকোনারই গাজীপুর মোড় এলাকায়।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us