পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চান? তবে রথযাত্রার দিন করুন এই কাজ

প্রতি বছর সাড়া দেশ জুড়ে ধুমধাম করে পালন করা হয় রথযাত্রা। জাঁকজমকের সঙ্গে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব।

author-image
Probha Rani Das
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছর সাড়া দেশ জুড়ে ধুমধাম করে পালন করা হয় রথযাত্রা। জাঁকজমকের সঙ্গে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। এবছর ৭ জুলাই রবিবাররথযাত্রা পালিত হবে এবং ১৬ জুলাই উল্টোরথ পালিত হবে

রথযাত্রার দিন জগন্নাথদেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে বসেন। কথিত আছে যে, রথযাত্রার এই শুভ মুহূর্তের সাক্ষী থাকতে পারলে ১০০০ যজ্ঞের পুণ্য লাভ হয়। রথযাত্রার দিন ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে ধুমধাম করে পালন হয় বিশেষ উৎসব। লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ে সেখানে।

BRGT

রথযাত্রা হিন্দুদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। বিশেষ আচার রীতিনীতি নিয়ম মেনে জগন্নাথ দেবের পুজো করা হয়। পারিবারিক অশান্তিতে ভুগছেন তবে এই নিয়মগুলি মেনে চলুন।

(১) যদি আপনি পারিবারিক অশান্তি এবং সমস্যা থেকে মুক্তি পেতে চান, তবে রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তিনটি, পাঁচটি বা সাতটি রকম ফুল, হলুদ কাপড়ে মুড়ে দেবতার পায়ে অর্পণ করুন। তাহলেএই সমস্যা দূর হবে।

123

(২) যদি এমনি জীবনে আর্থিক দিক থেকে উন্নতি করতে চান তবে রথযাত্রার দিন একটি কড়ি জগন্নাথ দেবের পায়ের কাছে রাখুন। পুজোর পরে কড়িটি আলমারিতে তুলে রাখুন। এতে আর্থিক দিক থেকে উন্নতি হবে। সেই সঙ্গে পরিবারের অশান্তি থেকেও নিস্তার পাবেন।

(৩) পরিবারের সদস্যের সঙ্গে কোনও সমস্যা থাকলে তা থেকে নিস্তার পেতে জগন্নাথ দেবের সামনে রথযাত্রার দিন একটি প্রদীপ জ্বালান। তবে প্রদীপটি সরষের তেল দিয়ে জ্বালাবেন তাহলে আপনার জীবনের সব রকম বাধা দূর হয়ে যাবে

123

(৪) আর্থিক দিকে উন্নতি করতে গরিব ব্যক্তিদের দান করুন। তাহলে জীবনের সমস্ত বাধা কাটাতে পারবেন। সেই সঙ্গে আর্থিক দিকেও উন্নতি হবে।

(৫) জগন্নাথ দেবের কৃপা পেতে রথযাত্রার দিন দেবতার পায়ে তুলসী পাতা অর্পণ করুন। পারলে তুলসী পাতার মালাও পরাতে পারেন। এটি করলে আপনি জীবনে সব কাজে এগিয়ে যেতে পারবেন। সমস্ত বাধা আপনার জীবন থেকে দূর হবেএরফলে আপনার জীবনে আর্থিক লাভও হতে পারে।